এই ধনু নদীটি সিলেট জেলার সুরমার নদী থেকে উতপন্ন হয়ে গাগলাজুর ইউনিয়নের পূর্রপাশ হয়ে মেঘনা নদীর সংঙ্গে মিলিত হয়েছে। ঢাকা নারায়নগঞ্জ হইতে লঞ্চ, কারগু দারা সিলেট জেলা হইতে পাথর এবং বালি বহনের উল্লেখ যোগ্য নদী পথ এটি। বার মাস নদীটিতে নৌকা লঞ্চ এবং কারগু চলাচল করে । এখানে প্রচুর জেলেরা প্রতিদিন সারা বছর মাছ ধরে জিবিকা অর্যন করে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস