Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

1.            আইন শৃংখলা রক্ষা এবং আইন শৃংখলা রক্ষায় প্রশাসনকে সহায়তা করা।

2.           অপরাধমূলক কাজ, বিশৃংখলা ও চোরাচালান রোধে ব্যবস্থা নেয়া।

3.          কৃষি,বন, মৎস্য, গবাদিপশু, শিক্ষা, স্বাস্থ্য, কুটির শিল্প, সেচ ও বন্যা নিয়ন্ত্রন করে আর্থ সামাজিক উন্নয়ন করা।

4.            পরিবার পরিকল্পনা কর্মসূচী, পুষ্টি ও টিকাদানসহ প্রাথমিক স্বাস্থ্য সেবা কর্মসূচী বাস্তবায়ন করা।

5.           স্থানীয় সম্পদের উন্নয়ন ও সদ্ব্যবহার করা।

6.          সরকারি সম্পত্তি যেমন সড়ক, সেতু, খাল বাঁধ, টেলিফোন বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ।

7.           ইউনিয়ন পর্যায়ে সব প্রতিষ্ঠানের কর্মকান্ড সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাজে সুপারিশ করা।

8.           স্যানিটারী পায়খানা স্থাপনে জনসাধারণের মধ্যে আগ্রহ ও সচেতনতা সৃষ্টি।

9.           জন্ম, মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুস্থ ব্যক্তির তথ্য সংরক্ষণ, ভিজিডি/ভিজিএফ ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা।

10.       বর্তমান চেয়ারম্যানঃ মোঃ হাবিবুর রহমান।

11.        কাউন্সিলরগণঃ

12.       কর্মচারীবৃন্দ

13.      পুরাতন  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাবৃন্দ

14.        মাসিক কার্যক্রমঃ

ক) গ্রাম- আদালত                         খ) জন্ম নিবন্ধন

গ) গ্রামীন আর্থ-সামাজিক উন্নয়ন

ঘ) ভৌত অবকাঠামো বা দালানকোঠা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন।

ঙ) গ্রামীন অবকাঠামো বা রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট সংস্কার কর্মসূচী।

চ) উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।